আমার তুমি যেমন তুমি
গরমের প্রবল তৃষ্ণায় আমি ভীত নই, আছে তোমার মিষ্টি ঠোঁটের বিলিয়ে দেয়া প্রাণ; বর্ষার প্রবল বর্ষণে আমি ক্লান্ত নই, আছে তোমার ক্লান্তি ভোলানো মুখচ্ছবি; হাড়কাপানো শীতে আমি কম্পিত নই, আছে তোমার উষ্ণ হাতের কোমল ছোঁয়া... তাই শরৎ আমায় ডাকে, বলে তোমায় নিয়ে হারিয়ে যেতে দূর অজানায়; তাই হেমন্ত আমায় ডাকে, বলে তোমার গভীর ডাগর চোখের মাঝে হারিয়ে যেতে; তাই বসন্ত আমায় ডাকে, বলে তোমার হাতটা ধরে উড়াল দিতে নীল আকাশে... তাইতো আমার নেইতো কোনও জড়তা, তোমার ছোঁয়ায় পবিত্র যে আমি; তাই আমি আজ আমায় ডাকি, বলি তোমায় নিয়ে স্বপ্ন দেখি লাল লাল নীল... উৎসর্গঃ নুসরাত নুর আফরোজ সোমা, আমার এক্স-ক্লাসমেট, যে চার বছর পেড়িয়ে অবশেষে বসন্তের সন্ধান পেলো...