হতচ্ছাড়া শব্দগুলো
হতচ্ছাড়া শব্দগুলো ছাড়েনা পিছু আমার! আমি চাইনা কোনও পিছুটান, চাইনা কোনও লোহার খাঁচায় বন্দীবেশে আটকে পড়া মুক্ত পাখি, চাইনা কেউ মিষ্টি হেসে আল্তো লাজুক চাউনী চোখে বলুক- তোমায় ভালোবাসি! তবু হতচ্ছাড়া শব্দগুলো ছাড়েনা পিছু আমার! বারে বারে ধেয়ে এসে বেঁধে নিতে চায় বন্দীবেশে, কোনও অজানা অবুঝ অর্থ, কোনও সহসা না পাওয়া শব্দ, সেই হতচ্ছাড়া শব্দগুলো ডানা ঝাপ্টিয়ে মুক্ত হয়ে বলতে চায়- তোমায় ভালোবাসি! উৎসর্গঃ রাহাত হোসাইন। আমার বস্। যার সামনে বসে এটা লিখা!