বাড়ি ফেরা
এলোমেলো পথে কখন যেন গহীন রাতে এসে উঠি সমান্তরাল এগিয়ে চলা রেলপথে। নিঃশব্দের মানুষ বেশে খুঁজে বেড়ানো নির্জন কোনও অন্ধকার নিকষ কালো আত্মাতে! কিন্তু হঠাৎ চমকে উঠি- গহীন রাতে ছোট ছোট এত কলকাকলী? খুঁজতে দেখি অজস্র মুখ, যাচ্ছে বাড়ি! হারিয়ে যাই অনেক দূরে, হারিয়ে যাওয়া কোনও অতীতে, এমনি করে আমিও কখনো ঝলমলে কোনও খোকার বেশে ঈদের ছুটিতে সবাই মিলে যাচ্ছি বাড়ি - অনেক দূরে, অনেক দূরে! হারিয়ে গেল কোথায় সেদিন- শুধু সুপ্রাচীন ব্যস্ততা মাঝে হারিয়ে যাওয়া- ঈদের ছুটিতে বাড়ি যাওয়া... উৎসর্গঃ ছোটবোন সাবান্নুমা সুলতানা প্রীতিঃ আইডিয়াটা তার।