Posts

Showing posts from March, 2019

স্ফটিক

ছবি তোলার এক গ্লোব পাওয়া যায়, আজব জিনিস! আটাশ এম এম মায়াবী আলোয় উলটো করে বাড়িয়ে ধরে জগতটাকে! স্বচ্ছ জগত আবছা আসল - নকল আলোই দেখতে ভাল! স্বচ্ছ জগত আরও দেখা যায়, আরও মায়াময়! জানো তো তুমি? কখনও কারও চোখের ভেতরে তাকিয়ে দেখেছ? স্ফটিকের স্বচ্ছ আলো - খুঁজে নিয়েছ? এই জগতের পুরোটা আসল, অনেক গভীরে, কারও শুধু সবুজ, কারও শুধু রঙ, আর কারও শুধু আবাস্তব এক বাস্তবতা! চিনে নিয়েছ? আটাশ এম এম লাগবে না তো! লাগবে না কোনও ছবির গোলক - স্ফটিক! এক পা এগিয়ে চোখের গভীরে তাকাও তুমি? আমাকেই তুমি খুঁজে পাবে নাকি আকস্মিক?!