প্রজাপতিটা
ছোট্ট একটা প্রজাপতি- অতি পরিচিত লাল-লাল-নীল-কাল্চে ডানায় মায়া ছড়িয়ে আমার হাতের ঘূণে ধরা সেই দাগ মুছে যাওয়া রেখার মাঝে, সাঁঝ বিকেলের লাল্চে আলোয় হঠাৎ করেই চুপটি করে মায়া মায়া চোখে আমার চোখে চোখটা রেখে সেই রেখাতে একটু থামে! ছোট্ট একটা প্রজাপতি- তাকে আলতো করে হাতটা তুলে আমার চোখের ভাষায় তাকে বুঝতে গিয়ে সাঁঝ বিকেলের লাল্চে আলোয় হঠাৎ করে ঠাঁস-বুনোটে হারিয়ে যাওয়া অন্য কত লাল্চে আলোয় অভিমানে ভরা লাল-লাল-নীল-কাল্চে ক্ষত, সেই অভিমান জড়িয়ে ধরে! ছোট্ট একটা প্রজাপতি- তাকে সোনালী আলোয় উড়িয়ে দিয়ে জানালা দিয়ে ডানা মেলে মেলে উড়ে যাওয়া সেই কত চেনা সেই একলা পাখি, হঠাৎ করেই খেয়াল হতে ফিরে চেয়ে দেখি এই আমাকে- সেই প্রজাপতিটাকে বলা হয়নি, তার লাল-লাল-নীল-কাল্চেটা আমি কত ভালবাসি...! উৎসর্গঃ আমার অনেকগুলো ছোট ছোট বোন!!! তার মাঝে কয়েকজন একেবারে আমার আত্মার সাথে মিশে আছে একাকার হয়ে। সত্যি কথা বলতে কি, আমার অস্তিত্বের একটা অংশ তারা। আজকে (১৪ই ফেব্রুয়ারী, ২০১২ - ভালোবাসা দিবস) তাদের মাঝে একজন আমাকে একটা কবিতা পাঠালো এস.এম.এস করে। আমারই লিখা কবিতা। প্র...