শহরের সব লাল্চে কথা
তোমার আকাশে সূর্যটা যদি-
হঠাৎ করেই লাল্চে হয়ে নিচ্ছে বিদায়,
ভাবছো তুমি শেষ বিকেল,
হয়তোবা কোনও খোলা জানালায়;
শহর জুড়ে সুপ্রাচীন সেই ব্যস্ততা-
তবু তোমার চোখে লাল্চে আলোয়,
বড় বড় সব দালানকোঠার ঘূণে ধরানো
বাস্তবতাকে টপকে দিয়ে অজানা ভাষায়-
জানতে চাওয়া নিঃশব্দের কঠিন প্রশ্ন!
ধূর! বোকা মেয়ে! জান না তুমি?
সূর্যটা আজ লাল্চে বলেই একটু পরে চাঁদটা আসে?
হঠাৎ করেই লাল্চে হয়ে নিচ্ছে বিদায়,
ভাবছো তুমি শেষ বিকেল,
হয়তোবা কোনও খোলা জানালায়;
শহর জুড়ে সুপ্রাচীন সেই ব্যস্ততা-
তবু তোমার চোখে লাল্চে আলোয়,
বড় বড় সব দালানকোঠার ঘূণে ধরানো
বাস্তবতাকে টপকে দিয়ে অজানা ভাষায়-
জানতে চাওয়া নিঃশব্দের কঠিন প্রশ্ন!
ধূর! বোকা মেয়ে! জান না তুমি?
সূর্যটা আজ লাল্চে বলেই একটু পরে চাঁদটা আসে?
উৎসর্গঃ আমার একটা ছোট্ট লক্ষ্মী বোন আছে। সে প্রশ্ন করতে খুব পছন্দ করে! আজ হঠাৎ করে তার তোলা একটা ছবি দেখে লাইনগুলো মাথায় চলে আসলো। অনেকদিন লিখা হয়না। তাই অফিসের কাজ ফাঁকি দিয়ে বসে গেলাম...
ও, ভালো কথা! আমার বোনটার নাম শাকিলা মোহসীন।
পুনশ্চঃ ছবিটার সর্বস্বত্ব আমার বোনটার। যেখান থেকে দেখেছিঃ
https://www.facebook.com/photo.php?fbid=371512256196160&set=a.358251500855569.100789.100000121662938&type=3
Comments
Post a Comment