অনুকাব্য সমগ্র (বাংলা/ইংরেজি)
১৭ আগষ্ট, ২০০৯
সারা রাতভর হেঁটে চলেছি মহাসড়ক মাঝে
গাড়ির আলোয় আঁধার কিছুটা আলোকিত
খুঁজে চলেছি প্রথম আলোক নিষ্কম্প আঁধারে
ভোরের সূর্যালোক দেখা দেবে তো?
গাড়ির আলোয় আঁধার কিছুটা আলোকিত
খুঁজে চলেছি প্রথম আলোক নিষ্কম্প আঁধারে
ভোরের সূর্যালোক দেখা দেবে তো?
১৮ নভেম্বর, ২০০৯
হিম হিম ঠান্ডায় আচমকা
নিশ্চুপ নিরবতা সারাবেলা
কাকে যেন খুঁজি তবু
কাকে যেন মনে পড়ে যায়
মেঘগুলো ভেজা তুলো
নীরবতা শুভ্রতা ঠান্ডায়...
নিশ্চুপ নিরবতা সারাবেলা
কাকে যেন খুঁজি তবু
কাকে যেন মনে পড়ে যায়
মেঘগুলো ভেজা তুলো
নীরবতা শুভ্রতা ঠান্ডায়...
১৯ আগষ্ট, ২০১০
হাত দুটো ছড়িয়ে দিয়ে মেঘবালিকাকে বলি, এসো কাছে
তোমার ছাইরঙ কষ্টগুলো আপন বলে দাও আমাকে,
অশ্রুসিক্ত কালো ভেজা চুলে বরণ করে নেব যখন তুমি চাও
আমাকে শুধু অল্প একটু ভালোবাসা দিয়ে যাও...
২৪ আগষ্ট, ২০১০
নিকটো তাচ্ছ্বিল্য ভব দুরত্বে অজাননীয়,
পরন্তু রংধনু অনুভূতি সাধনে অনুমেয়!
উপরন্তু সখি অগ্নুৎপাতে জ্বলন্ত,
ধুসারিত ছাই তবু কতটাই জ্বলমেয়???
তোমার ছাইরঙ কষ্টগুলো আপন বলে দাও আমাকে,
অশ্রুসিক্ত কালো ভেজা চুলে বরণ করে নেব যখন তুমি চাও
আমাকে শুধু অল্প একটু ভালোবাসা দিয়ে যাও...
২৪ আগষ্ট, ২০১০
নিকটো তাচ্ছ্বিল্য ভব দুরত্বে অজাননীয়,
পরন্তু রংধনু অনুভূতি সাধনে অনুমেয়!
উপরন্তু সখি অগ্নুৎপাতে জ্বলন্ত,
ধুসারিত ছাই তবু কতটাই জ্বলমেয়???
২৬ আগষ্ট, ২০১০
আমার আঁধার ফ্লুরোসেন্টের মিথ্যে আলোয় রাঙ্গানো,
আমার স্বপ্ন বৃষ্টির সাথে মিশে যায়...
আমার গল্প গদ্য কবিতা বিনা-ছন্দ নিনাদ বজ্র,
আমার নিঃশ্বাস একা একা শুধু সয়ে যায়...
আমার স্বপ্ন বৃষ্টির সাথে মিশে যায়...
আমার গল্প গদ্য কবিতা বিনা-ছন্দ নিনাদ বজ্র,
আমার নিঃশ্বাস একা একা শুধু সয়ে যায়...
২৯ আগষ্ট, ২০১০
শত ব্যস্ততার মাঝে হঠাৎ ফোনের শব্দে চমকে উঠি!
হঠাৎ করে মনে পড়ে পুরনো কোনও ফোনের কথা...
নাম্বারটা দেখে কেন যেন খুব নিরাশা বোধ করি,
এক রাতের জন্য আবার সেই ফোন-টির অপেক্ষা...
হঠাৎ করে মনে পড়ে পুরনো কোনও ফোনের কথা...
নাম্বারটা দেখে কেন যেন খুব নিরাশা বোধ করি,
এক রাতের জন্য আবার সেই ফোন-টির অপেক্ষা...
০১ সেপ্টেম্বর, ২০১০
শুনতে পেলাম ছুটির ঘন্টা ঢং ঢং ঢং...
বলতে যাবো চাইনা যেতে, তখন-
খাঁচার মাঝে আটকে পড়া আত্মা বলে,
"অভিনয় তো অনেক হল, আর সেজো না সঙ!"
বলতে যাবো চাইনা যেতে, তখন-
খাঁচার মাঝে আটকে পড়া আত্মা বলে,
"অভিনয় তো অনেক হল, আর সেজো না সঙ!"
০৫ সেপ্টেম্বর, ২০১০
স্তব্ধ নির্ঘুম আজ ঠান্ডা নীরব রাত্রি,
বিষন্ন আঁধারে শুধু আমি একা জেগে আছি-
বিস্তীর্ণ সাগরে যেন অথৈ জল আমার,
স্মৃতির আঘাতে রক্তাক্ত আমি সমুদ্র সন্তান...
বিষন্ন আঁধারে শুধু আমি একা জেগে আছি-
বিস্তীর্ণ সাগরে যেন অথৈ জল আমার,
স্মৃতির আঘাতে রক্তাক্ত আমি সমুদ্র সন্তান...
০৮ সেপ্টেম্বর, ২০১০
সহজ সরল-রেখা সোজা-সাপ্টা,
একপাশে হাসি তার একপাশে কান্না!
এ-পাড়েতে লাল জামা ও-পাড়েতে ছেঁড়া,
কারও কাছে কোলাকুলি কারও জলকণা...
একপাশে হাসি তার একপাশে কান্না!
এ-পাড়েতে লাল জামা ও-পাড়েতে ছেঁড়া,
কারও কাছে কোলাকুলি কারও জলকণা...
১১ সেপ্টেম্বর, ২০১০
বৃষ্টিস্নাত কোনও পড়ন্ত বিকেলে হয়তো-
চিরচেনা কোনও দরজা খোলা রেখে,
সাথে বহুদিনের বহু পথের সঙ্গী বাটা,
স্বপ্নের খোঁজে পা বাড়িয়েছি অনন্ত...
চিরচেনা কোনও দরজা খোলা রেখে,
সাথে বহুদিনের বহু পথের সঙ্গী বাটা,
স্বপ্নের খোঁজে পা বাড়িয়েছি অনন্ত...
২২ অক্টোবর, ২০১০
থমকে দাঁড়িয়ে সুর্যোদয়-
আমার সূর্যালোক!
পৃথিবীটা যেনো বাকরুদ্ধ,
আমার অন্ধ ক্রোধ!
আমার সূর্যালোক!
পৃথিবীটা যেনো বাকরুদ্ধ,
আমার অন্ধ ক্রোধ!
২৮ অক্টোবর, ২০১০
তপ্ত কিছু অনুভব আজ উষ্ণ,
সাদা ধোঁয়ার মেঘে ঢাকা,
মজা করে হয়তো সে নয়,
হয়তো লাল্চে যন্ত্রণা মাখা রক্ত...
সাদা ধোঁয়ার মেঘে ঢাকা,
মজা করে হয়তো সে নয়,
হয়তো লাল্চে যন্ত্রণা মাখা রক্ত...
০১ নভেম্বর, ২০১০
শিশির ভেজা হালকা প্রভাতে
কুয়াশা ভরা দৃষ্টি দু'টোতে
ভীড় করে আসা পূরনো সময়-
সেবার তোমার আমন্ত্রনে...
কুয়াশা ভরা দৃষ্টি দু'টোতে
ভীড় করে আসা পূরনো সময়-
সেবার তোমার আমন্ত্রনে...
১০ ডিসেম্বর, ২০১০
মিষ্টি সকালে হিমেল প্রান্তে অবাক সূর্যোদয়,
কুয়াশা ভেজা শিশির বিন্দু কেন এত দোলা দেয়?
শিহরিত আমি নগ্ন দু'পায়ে হেঁটে যাই ভেজা ঘাস,
ঝাপসা দু'চোখে তবু শোনা যায় হারানো কারও ডাক...
কুয়াশা ভেজা শিশির বিন্দু কেন এত দোলা দেয়?
শিহরিত আমি নগ্ন দু'পায়ে হেঁটে যাই ভেজা ঘাস,
ঝাপসা দু'চোখে তবু শোনা যায় হারানো কারও ডাক...
১১ জানুয়ারী, ২০১১
ঠান্ডা হিমেল শ্রান্ত বেলায় অল্প তবু উষ্ণতার অপেক্ষা,
শিশির ভেজা পেঁজা আকাশ জানায় তুমি আসবে না-
হাত-পা গুটিয়ে মুখটা লুকিয়ে হাঁটা ধরি আমি অজানায়,
চিরকাল ধরে সেই পথটাতে হাঁটতে হবে এমন একা...
শিশির ভেজা পেঁজা আকাশ জানায় তুমি আসবে না-
হাত-পা গুটিয়ে মুখটা লুকিয়ে হাঁটা ধরি আমি অজানায়,
চিরকাল ধরে সেই পথটাতে হাঁটতে হবে এমন একা...
০৪ মার্চ, ২০১১
ধুমায়িত ব্ল্যাক কফি,
তোমার রেখে যাওয়া স্মৃতি...
ধূলো জমা ছেঁড়া ডায়েরী,
পাতায় পাতায় তোমারি শত ছবি...
তোমার রেখে যাওয়া স্মৃতি...
ধূলো জমা ছেঁড়া ডায়েরী,
পাতায় পাতায় তোমারি শত ছবি...
৩১ মে, ২০১১
জানালাটা দিয়ে বাইরে তাকালে
লাল-লাল-নীল রঙের খেলা;
ছুঁয়ে দেখতে চাইলে তাকে
মনে হয় ভ্রম-মরীচিকা...
লাল-লাল-নীল রঙের খেলা;
ছুঁয়ে দেখতে চাইলে তাকে
মনে হয় ভ্রম-মরীচিকা...
০১ জুন, ২০১১
এই তো আছি, যাচ্ছে চলে-
স্বপ্নগুলো গুছিয়ে মনে!
হয়তো কখনো অঝোর ধারায়
কালবোশেখীর ঝড় বয়ে যায়...
একটু পরেই মেঘটা উজাড়-
যাচ্ছে চলে জীবন আমার...
স্বপ্নগুলো গুছিয়ে মনে!
হয়তো কখনো অঝোর ধারায়
কালবোশেখীর ঝড় বয়ে যায়...
একটু পরেই মেঘটা উজাড়-
যাচ্ছে চলে জীবন আমার...
০৩ জুন, ২০১১
স্পর্শ করে দেখতে গিয়ে
নেই নেই নেই শুধু গুমোট কালো,
নীল আকাশে তাকাতে দেখি-
টপ টপ টপ শুধু কষ্ট আলো...
নেই নেই নেই শুধু গুমোট কালো,
নীল আকাশে তাকাতে দেখি-
টপ টপ টপ শুধু কষ্ট আলো...
০১ জুলাই, ২০১১
মাথা ভয়াবহ ঝিম ঝিম করছে...
খুব ভারী ভারী লাগছে চোখ দু'টো...
ঘুমিয়ে পড়বো কি?
অনন্তকালের প্রশান্তির প্রান্তরে নিজের ঠিকানা করবো কি?
২৭ জুলাই, ২০১১
সকাল শুধু উপচে পড়া ভীড়,
দুপুর বেলায় রাস্তা আগুন ঝড়া,
বিকেলটাতে মৃত কিছু স্বপ্ন,
সন্ধ্যেতে কিছু সুর হারিয়ে ফেলা...
১৩ আগষ্ট, ২০১১
ছোট্ট পাখি, চুপচুপে ভেজা-
চোখ দু'টোতে স্বপ্ন আঁকা,
কিসের মায়ায় তবুও একা গেয়েই চলে সে;
ভীড়ের মাঝে ছোট্ট খোকা, ভাবতে থাকে সেই...
১৪ আগষ্ট, ২০১১
ছোট্ট খোকার গালটা ভেজা,
ছোট্ট পাখিটা গান করে না!
স্বপ্ন তবে কে দেখাবে, রোজ জানালার বাইরে?
ছোট্ট ছেলেটার রংধনুটা ঝাপসা হয়ে আসে...
১৮ আগষ্ট, ২০১১
রংধনুকের সাতটি রঙের স্বপ্নগুলো,
ধেত্তুরি ছাই! মিলছে না তো
ছোট্ট খোকার মনের রঙ্গিন তুলির আঁচড়!
মিলছে না তো!
১৯ আগষ্ট, ২০১১
ছোট্ট পাখিটা রংধনুকের সাতটি মায়ায়
আটকে থাকে; ফিরে যেতে চায়
সেই জানালায়- অন্ধকারে বৃষ্টিতে ভেজা
পথটা খোঁজা, কেউ বোঝেনা...
আটকে থাকে; ফিরে যেতে চায়
সেই জানালায়- অন্ধকারে বৃষ্টিতে ভেজা
পথটা খোঁজা, কেউ বোঝেনা...
২০ আগষ্ট, ২০১১
ছোট্ট ছেলেটা রোজ জেগে থাকে,
রাতে বিরাতে জানালাটা খুলে,
তারায় তারায় খুঁজে যায় সে ছোট্ট পাখিটাকে-
ছোট্ট পাখিটা তখনো শুধু জানালাটা খুঁজে ফেরে...
রাতে বিরাতে জানালাটা খুলে,
তারায় তারায় খুঁজে যায় সে ছোট্ট পাখিটাকে-
ছোট্ট পাখিটা তখনো শুধু জানালাটা খুঁজে ফেরে...
২২ আগষ্ট, ২০১১
ঘনকালো আকাশ আর হঠাৎ করে
থেমে যাওয়া পাখির ডাক!
থমথমে আটকে পড়া কিছু অস্তিত্ব,
কীসের তোড়ে ঝড়ে পড়ে আকাশ কাঁপিয়ে-
কেন যেন, হঠাৎ করে!
২৫ আগষ্ট, ২০১১
হয়তো কখনো চলতে চেয়েছি
ভেঙ্গে যাওয়া পিচের রাস্তার
খসে পড়া আবরনের ছায়ায়...
ওতে শুধুই ধূসর পদচ্ছবি,
কালসিটে পড়া কিছু অনুভূতি...
থেমে যাওয়া পাখির ডাক!
থমথমে আটকে পড়া কিছু অস্তিত্ব,
কীসের তোড়ে ঝড়ে পড়ে আকাশ কাঁপিয়ে-
কেন যেন, হঠাৎ করে!
২৫ আগষ্ট, ২০১১
হয়তো কখনো চলতে চেয়েছি
ভেঙ্গে যাওয়া পিচের রাস্তার
খসে পড়া আবরনের ছায়ায়...
ওতে শুধুই ধূসর পদচ্ছবি,
কালসিটে পড়া কিছু অনুভূতি...
২৮ আগষ্ট, ২০১১
নীল সমুদ্র, জলরাশি ছুঁয়ে
বালুকাবেলায় ঢেউ ভেঙ্গে ভেঙ্গে
তোমার আমার হাতটা ছুঁয়ে
দিগন্তে ছুটে চলা-
দেখে লালচে সূর্যের হাসিমাখা
টকটকে লাল দিগন্তরেখায়
সাদা সীগালের উড়ে যাওয়া তীরে
আমাদের ভালোলাগা...
বালুকাবেলায় ঢেউ ভেঙ্গে ভেঙ্গে
তোমার আমার হাতটা ছুঁয়ে
দিগন্তে ছুটে চলা-
দেখে লালচে সূর্যের হাসিমাখা
টকটকে লাল দিগন্তরেখায়
সাদা সীগালের উড়ে যাওয়া তীরে
আমাদের ভালোলাগা...
২৭ সেপ্টেম্বর, ২০১১
মরুভূমিতে অনন্তকালের পথে
হাঁটতে হাঁটতে হঠাৎ করে খুঁজে পাওয়া
এক মরুদ্যান...
কাছে যেতেই সে মরীচিকা!
তবু অন্ধের মত হাতড়ে বেড়ানো
গরমে তপ্ত শীতে থরথর করে কাঁপা
মরুরাত্রিতে কিসের সে আশায়
খুঁজে বেড়ানো সে মরুদ্যান...
হাঁটতে হাঁটতে হঠাৎ করে খুঁজে পাওয়া
এক মরুদ্যান...
কাছে যেতেই সে মরীচিকা!
তবু অন্ধের মত হাতড়ে বেড়ানো
গরমে তপ্ত শীতে থরথর করে কাঁপা
মরুরাত্রিতে কিসের সে আশায়
খুঁজে বেড়ানো সে মরুদ্যান...
০৩ অক্টোবর, ২০১১
কাঠ-ফাটা রৌদ্রতপ্ত রাজপথ
ধরে পুরনো সঙ্গী বাটার সাথে
এলোমেলো চুলে ছেলেটার
ফুটপাথ ধরে হেঁটে চলা...
ধরে পুরনো সঙ্গী বাটার সাথে
এলোমেলো চুলে ছেলেটার
ফুটপাথ ধরে হেঁটে চলা...
নেমে পড়া চুলে ঢেকে থাকা চোখে
চোখ ধাঁধানো শাণিত আলোতে
কেউ তো কখনো দেখতে পায়না
ছেলেটার কত না বলা কথা...
চোখ ধাঁধানো শাণিত আলোতে
কেউ তো কখনো দেখতে পায়না
ছেলেটার কত না বলা কথা...
২৯ অক্টোবর, ২০১১
কিছু অবান্তর প্রতীক্ষার শেষে
কিছু নীরব-নিথর-শোকাহত রাত্রি,
কিছু না বলা কথার না পাওয়া
কিছু উত্তর তুমি দিয়ে গেলে না!
কিছু নীরব-নিথর-শোকাহত রাত্রি,
কিছু না বলা কথার না পাওয়া
কিছু উত্তর তুমি দিয়ে গেলে না!
কিছু ক্রমশঃ ক্ষয়ে আসা স্বপ্নে
কিছু মিথ্যে মিথ্যে করে দেখানো বাতি,
কিছু ফ্লুরোসেন্টের কাঁচ ভাঙ্গা
কিছু উত্তর তুমি দিয়ে গেলে না!
কিছু মিথ্যে মিথ্যে করে দেখানো বাতি,
কিছু ফ্লুরোসেন্টের কাঁচ ভাঙ্গা
কিছু উত্তর তুমি দিয়ে গেলে না!
১১ নভেম্বর, ২০১১
কখনো জানালার পাশে
দাঁড়িয়ে দেখা উদাস দুপুর,
কখনো সারা বিকেলে একটা পথে
ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকা...
কখনো নিকষ কালো রাতে
তারার মাঝে কোনও জিজ্ঞাসা...
কখনো আটকে থাকা একটা প্রশ্নে-
কখন শেষ হবে এই অপেক্ষা?!
দাঁড়িয়ে দেখা উদাস দুপুর,
কখনো সারা বিকেলে একটা পথে
ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকা...
কখনো নিকষ কালো রাতে
তারার মাঝে কোনও জিজ্ঞাসা...
কখনো আটকে থাকা একটা প্রশ্নে-
কখন শেষ হবে এই অপেক্ষা?!
০৪ ডিসেম্বর, ২০১১
আমি হেঁটে যাই শান্ত-ধীর পায়ে,
জানিনা অজানা কোন দেশে,
আমার হারিয়ে চলা পরিচয় খুঁজে পেতে,
জানিনা কত সহস্র সমুদ্র আরও পাড়ি দিয়ে
খুঁজে বেড়াবো প্রাচীনতম সে প্রশ্নের উত্তর-
কি উদ্দেশ্য নিয়ে জন্মেছি এই পৃথিবীতে?
^উৎসর্গঃ ঘনিষ্ঠতম বন্ধুদের একজন - Tanin Ahmed (ইভা)।
জানিনা অজানা কোন দেশে,
আমার হারিয়ে চলা পরিচয় খুঁজে পেতে,
জানিনা কত সহস্র সমুদ্র আরও পাড়ি দিয়ে
খুঁজে বেড়াবো প্রাচীনতম সে প্রশ্নের উত্তর-
কি উদ্দেশ্য নিয়ে জন্মেছি এই পৃথিবীতে?
^উৎসর্গঃ ঘনিষ্ঠতম বন্ধুদের একজন - Tanin Ahmed (ইভা)।
১৪ নভেম্বর, ২০১২
মাঝে মাঝে মনে হয়-
বেঁচে কেন আছি?
পেট্রোল আর গ্যাসোলিনে ভরা মিথ্যে জগতে
কীসের আশায় এ নিষ্ঠুর পিচগলা রাস্তায় হেঁটে চলা?
বেঁচে কেন আছি?
পেট্রোল আর গ্যাসোলিনে ভরা মিথ্যে জগতে
কীসের আশায় এ নিষ্ঠুর পিচগলা রাস্তায় হেঁটে চলা?
পরে মনে হয়,
প্রেয়সীর উষ্ণ ঠোঁটের উন্মুক্ত রক্তকাড়া আহ্বান আর
জোর করে বানানো কিছু দায়িত্ব, পেইন-কিলার!
এছাড়া, বেঁচে তো আসলে নেই!
প্রেয়সীর উষ্ণ ঠোঁটের উন্মুক্ত রক্তকাড়া আহ্বান আর
জোর করে বানানো কিছু দায়িত্ব, পেইন-কিলার!
এছাড়া, বেঁচে তো আসলে নেই!
২৮ এপ্রিল, ২০১৩
মিষ্টি একটা গন্ধ
ঠান্ডা হিমেল স্পর্শ
দুষ্টু কিছু মুহূর্ত ...
আর কিছু আগডুম-বাগডুম!
ঠান্ডা হিমেল স্পর্শ
দুষ্টু কিছু মুহূর্ত ...
আর কিছু আগডুম-বাগডুম!
১৩ নভেম্বর, ২০১৪
আমার ছয়টি তারের স্বপ্ন,
তোমার আকাশ রঙের কষ্ট,
আমার ছয়টি সুরের ভালোবাসা
তোমার কষ্টে মিলে মিশে যাওয়া কল্পনায়...
১৮ জুলাই, ২০১৫
ঝুমন্ত এক বৃষ্টিবেলায় অনেক আয়েশ করে
ঘুমন্ত একটা ঈদ কাটানোর বৃথা প্রচেষ্টা চালালাম!
চলন্ত এ ঢাকা শহরে রিকশার চাকা যতদিন ঘুরবে
জ্বলন্ত দায়-দায়িত্ব থেকে পালানর কোনওই উপায় নাই!
তোমার আকাশ রঙের কষ্ট,
আমার ছয়টি সুরের ভালোবাসা
তোমার কষ্টে মিলে মিশে যাওয়া কল্পনায়...
১৮ জুলাই, ২০১৫
ঝুমন্ত এক বৃষ্টিবেলায় অনেক আয়েশ করে
ঘুমন্ত একটা ঈদ কাটানোর বৃথা প্রচেষ্টা চালালাম!
চলন্ত এ ঢাকা শহরে রিকশার চাকা যতদিন ঘুরবে
জ্বলন্ত দায়-দায়িত্ব থেকে পালানর কোনওই উপায় নাই!
২৩ মার্চ, ২০১৭
হঠাৎ করেই যাচ্ছি চলে,
"আসছি" বলেই একটু পরে,
অনেক দূরে উড়তে এসে,
একটু করে হারিয়ে যেতে,
পুরোটাই যদি হারিয়ে যেত,
কেমন হত?
১১ জুলাই, ২০১৭
কাঁচের আঙিনায় টপ টপ ফোঁটা ফোঁটা কিছুক্ষণ,
মৃদু ঝিরি ঝিরি হাওয়ার হিমেল আমন্ত্রণ!
হাত বাড়িয়ে দরজাটা খুলে বেড়োলেই দেখা অবাস্তবে,
নিজেকেই নিজে হারিয়ে ফেলা চলে মাঝে মাঝে!
"আসছি" বলেই একটু পরে,
অনেক দূরে উড়তে এসে,
একটু করে হারিয়ে যেতে,
পুরোটাই যদি হারিয়ে যেত,
কেমন হত?
১১ জুলাই, ২০১৭
কাঁচের আঙিনায় টপ টপ ফোঁটা ফোঁটা কিছুক্ষণ,
মৃদু ঝিরি ঝিরি হাওয়ার হিমেল আমন্ত্রণ!
হাত বাড়িয়ে দরজাটা খুলে বেড়োলেই দেখা অবাস্তবে,
নিজেকেই নিজে হারিয়ে ফেলা চলে মাঝে মাঝে!
০৩ অক্টোবর, ২০১৮
অর্ধেকটা বন্ধ জানালা, কিছু -
দমকে আটকে থাকা কুঁকড়ে যাওয়া বাতাস!
অর্ধেকটা খোলা জানালা, হঠাৎ -
ছিটকে আসা দু'তিন ফোঁটা রঙিন ওয়াটার শো!
সম্বিত ফিরতেই অবাক হয়ে সুউচ্চ পানির ফোয়ারা, শুধু-
সে সৌন্দর্য্যের বোধটা আজ কেন নেই যেন!
আধাআধি জানালার থমকে যাওয়া বাতাস,
সে আমারই আটকে পড়া নিঃশ্বাস নয়তো?
দমকে আটকে থাকা কুঁকড়ে যাওয়া বাতাস!
অর্ধেকটা খোলা জানালা, হঠাৎ -
ছিটকে আসা দু'তিন ফোঁটা রঙিন ওয়াটার শো!
সম্বিত ফিরতেই অবাক হয়ে সুউচ্চ পানির ফোয়ারা, শুধু-
সে সৌন্দর্য্যের বোধটা আজ কেন নেই যেন!
আধাআধি জানালার থমকে যাওয়া বাতাস,
সে আমারই আটকে পড়া নিঃশ্বাস নয়তো?
২১ অক্টোবর, ২০১৯
Footprints carry on...
Beneath the dance o'the fierce red drangon,
For thy wild dreams -
Thy fire of thy long sought reddish destiny...
Thy promise of this day,
When the footprints will remain and no memory!
Thy promise the last of the steps
To be forgotten...
Thy promise of the dancing heart...
The reddish destiny will be own!
And thy promise to 've been forgotten...
From everywhere, souls!
২০ ফেব্রুয়ারী, ২০২০
নিয়ন আলোয় ঘুমিয়ে পড়া একটু বাতাস,
সকাল বেলার এলোমেলো রোদ-
পেছনে ফিরে তাকিয়ে খোঁজা অগণিত রোজ,
ল্যাম্পপোষ্ট আর আত্মা ক্ষয়ে যাওয়া জুতোর স্মৃতিতে!
সকাল বেলার এলোমেলো রোদ-
পেছনে ফিরে তাকিয়ে খোঁজা অগণিত রোজ,
ল্যাম্পপোষ্ট আর আত্মা ক্ষয়ে যাওয়া জুতোর স্মৃতিতে!
Comments
Post a Comment