আমার কাছে চাই
খসে খসে পড়া নকল প্লাষ্টার,
ফাঁপা ফাঁপা ইট-কাঠের বাইরে
নতুন নতুন রঙের বাহার
সব মিথ্যে।
নতুন নতুন রঙের প্লাষ্টার খসে পড়ে যায়,
বেরিয়ে আসে প্রাচীন-কঠিন-সত্য নোংরা-
শতাব্দীর পরে সহস্রাব্দ দেখে আসা
ধূসর মলিন মানচিত্র, বেরিয়ে আসে!
ঘুনে ঘুনে ধরা কাঠের বাইরে সাজান
নকল নকল পঁচে পঁচে যাওয়া নকশা!
নকশা নকশা সবকিছুতে মিথ্যে মিথ্যে প্রলেপ-
সবকিছুতে যেন মৃত্যুর বসবাস!
ভেঙে চুরে দেব ঘুনে ধরা কাঠ,
ধ্বসিয়ে দেব নকল সব প্লাষ্টার আর
মৃত্যুর যত হাতছানি আজ জীবন থেকে।
আগুন আগুন! আগুনে পুড়িয়ে ছাড়-খার করে
জ্বলিয়ে পুড়িয়ে হত্যা করব
নিজের যত কাপুরুষতা, নিজের যত অসহায়ত্ব
পঁচে গলে যাওয়া সভ্যতাতে একাকী, আমি-
আমার কাছে মুক্তি চাই!
ফাঁপা ফাঁপা ইট-কাঠের বাইরে
নতুন নতুন রঙের বাহার
সব মিথ্যে।
নতুন নতুন রঙের প্লাষ্টার খসে পড়ে যায়,
বেরিয়ে আসে প্রাচীন-কঠিন-সত্য নোংরা-
শতাব্দীর পরে সহস্রাব্দ দেখে আসা
ধূসর মলিন মানচিত্র, বেরিয়ে আসে!
ঘুনে ঘুনে ধরা কাঠের বাইরে সাজান
নকল নকল পঁচে পঁচে যাওয়া নকশা!
নকশা নকশা সবকিছুতে মিথ্যে মিথ্যে প্রলেপ-
সবকিছুতে যেন মৃত্যুর বসবাস!
ভেঙে চুরে দেব ঘুনে ধরা কাঠ,
ধ্বসিয়ে দেব নকল সব প্লাষ্টার আর
মৃত্যুর যত হাতছানি আজ জীবন থেকে।
আগুন আগুন! আগুনে পুড়িয়ে ছাড়-খার করে
জ্বলিয়ে পুড়িয়ে হত্যা করব
নিজের যত কাপুরুষতা, নিজের যত অসহায়ত্ব
পঁচে গলে যাওয়া সভ্যতাতে একাকী, আমি-
আমার কাছে মুক্তি চাই!
উৎসর্গঃ জন লেনন (John Lennon), তার অসম্ভব সুন্দর ইমাজিন (Imagine) গানটার জন্যে।♫ You may call me a dreamer, but I am not the only one ♫ - John Lennon (Imagine)
Comments
Post a Comment