Posts

Showing posts from June, 2019

অনুকাব্য সমগ্র (বাংলা/ইংরেজি)

১৭ আগষ্ট, ২০০৯ সারা রাতভর হেঁটে চলেছি মহাসড়ক মাঝে গাড়ির আলোয় আঁধার কিছুটা আলোকিত খুঁজে চলেছি প্রথম আলোক নিষ্কম্প আঁধারে ভোরের সূর্যালোক দেখা দেবে তো? ১৮ নভেম্বর, ২০০৯ হিম হিম ঠান্ডায় আচমকা নিশ্চুপ নিরবতা সারাবেলা কাকে যেন খুঁজি তবু কাকে যেন মনে পড়ে যায় মেঘগুলো ভেজা তুলো নীরবতা শুভ্রতা ঠান্ডায়... ১৯ আগষ্ট, ২০১০ হাত দুটো ছড়িয়ে দিয়ে মেঘবালিকাকে বলি, এসো কাছে তোমার ছাইরঙ কষ্টগুলো আপন বলে দাও আমাকে, অশ্রুসিক্ত কালো ভেজা চুলে বরণ করে নেব যখন তুমি চাও আমাকে শুধু অল্প একটু ভালোবাসা দিয়ে যাও... ২৪ আগষ্ট, ২০১০ নিকটো তাচ্ছ্বিল্য ভব দুরত্বে অজাননীয়, পরন্তু রংধনু অনুভূতি সাধনে অনুমেয়! উপরন্তু সখি অগ্নুৎপাতে জ্বলন্ত, ধুসারিত ছাই তবু কতটাই জ্বলমেয়??? ২৬ আগষ্ট, ২০১০ আমার আঁধার ফ্লুরোসেন্টের মিথ্যে আলোয় রাঙ্গানো, আমার স্বপ্ন বৃষ্টির সাথে মিশে যায়... আমার গল্প গদ্য কবিতা বিনা-ছন্দ নিনাদ বজ্র, আমার নিঃশ্বাস একা একা শুধু সয়ে যায়... ২৯ আগষ্ট, ২০১০ শত ব্যস্ততার মাঝে হঠাৎ ফোনের শব্দে চমকে উঠি! হঠাৎ করে মনে পড়ে পুরনো কোনও ফোনের কথা... নাম্বারটা দেখে...