Posts

Showing posts from September, 2013

অ-শিরোনামীয়

তুমি আমায় দিয়েছিলে ফোন শেষ বিকেলের পরে, চাঁদটা তখন আসছে সবে সূর্যটাকে ঘুম পাড়িয়ে দিয়ে! হাঁটিছি আমি মাঝ রাস্তায়, বাজছে আমার ফোন- মন বলছে, ধরতে বারণ হাঁটার মাঝে ফোন। শুনতে পাচ্ছি ঐ রিংটোন- চেনা সেই প্রিয় মুখের ছবি জানি আমি উঠে আছে পর্দায়, ফোনটা ধরতে বারণ! হাঁটবো আমি আজ সারাদিন- সূর্যটাতো বিদায় নিল, চাঁদটা থাকবে বাকি সারা রাত; চাঁদের আলোয় হেঁটে সারা রাত শুদ্ধ হয়ে তবে আমি পবিত্রতায় সিক্ত হয়ে তোমার হাতে হাত বাড়াব! উৎসর্গঃ আয়েশা সিদ্দিকা হুমায়রা - আমার এই মিষ্টি বোনটা সেদিন আমাকে বিকেলে ফোন দিল। তখন আমি সংসদ ভবনের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি। কি সুন্দর ট্রানজিশন চলতে তখন - এ বেলার সাথে ও বেলার! মাঝখানে আমি আটকা পড়ে গেলাম! আর ঠিক তখুনি শেষের লাইন ক'টা মাথায় যন্ত্রণা পাকাতে শুরু করল! ফোনটা ধরলাম না। আদরের ছোট বোনদের ফোন সাথে সাথে ধরতে হয় না। তাহলে নাকি তাদের টান কমে যায়! তার চেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে টকটকে লাল সূর্যটার দিকে তাকিয়ে মাথার জট-টা ছাড়ান শুরু করলাম। এই কবিতাটা তোর জন্যে, হুমায়রা!   পুনশ্চঃ আমি সাধারনত এ ধরনের কবিতা লিখি না। হঠাৎ করে কেন যেন লিখতে ইচ্ছে হল। একধরনের এক্সপের...

আমার কাছে চাই

খসে খসে পড়া নকল প্লাষ্টার, ফাঁপা ফাঁপা ইট-কাঠের বাইরে নতুন নতুন রঙের বাহার সব মিথ্যে। নতুন নতুন রঙের প্লাষ্টার খসে পড়ে যায়, বেরিয়ে আসে প্রাচীন-কঠিন-সত্য নোংরা- শতাব্দীর পরে সহস্রাব্দ দেখে আসা ধূসর মলিন মানচিত্র, বেরিয়ে আসে! ঘুনে ঘুনে ধরা কাঠের বাইরে সাজান নকল নকল পঁচে পঁচে যাওয়া নকশা! নকশা নকশা সবকিছুতে মিথ্যে মিথ্যে প্রলেপ- সবকিছুতে যেন মৃত্যুর বসবাস! ভেঙে চুরে দেব ঘুনে ধরা কাঠ, ধ্বসিয়ে দেব নকল সব প্লাষ্টার আর মৃত্যুর যত হাতছানি আজ জীবন থেকে। আগুন আগুন! আগুনে পুড়িয়ে ছাড়-খার করে জ্বলিয়ে পুড়িয়ে হত্যা করব নিজের যত কাপুরুষতা, নিজের যত অসহায়ত্ব পঁচে গলে যাওয়া সভ্যতাতে একাকী, আমি- আমার কাছে মুক্তি চাই! উৎসর্গঃ জন লেনন (John Lennon), তার অসম্ভব সুন্দর ইমাজিন (Imagine) গানটার জন্যে। ♫ You may call me a dreamer, but I am not the only one ♫ - John Lennon (Imagine)