আমার আকাশে ঘুড়ি
আসলেই তো!
যে আকাশে হাজার হাজার ঘুড়ি উড়ে যায়,
যে আকাশে কাগুজে যত স্বপ্ন পাখিরা
রঙ-বেরঙ এর ডানা নাচিয়ে
ঠুন্কো কাঠিতে ভরটা দিয়ে
অনেক অনেক অনেক উঁচুতে
অনিশ্চিতে ঘুরে বেড়ায়...
সে আকাশ তো আমার চেয়ে বড়ই হবে!
আমার আকাশটা তার থেকে তো ছোটই হবে!
আমার আকাশে তো ঘুড়ি ওড়েনা,
তারা দেখায়না ঠুনকো কাঠির ঠুকনো স্বপ্ন-
দেখায়না তো রঙ-বেরঙ এর অনিশ্চিতের কবিতা!
তারা শুধু চায় রঙ-হীন এই জগতটাকে
বৃষ্টি ভেজা পেঁজা আকাশের সাতটা রঙে
চিরন্তনের অমিয় ধারায় রাঙ্গিয়ে দিতে!
বৃষ্টি দেখার সময় কোথায়?
সবাই তো চায় কৃত্রিম কিছু চিন্তা ভাবনা
কৃত্রিম কিছু আবেগ-বানানো মূহুর্ত, ঘুড়িতে ভরা!
রংধনুকের সাতটি রঙের সময় কোথায়?
ঘুড়িতে মাখানো কৃত্রিম রঙ, যথেষ্ট না?
ঘুড়ি, তুমি যে আকাশে ওড়,
সে আকাশ তো আমার চেয়ে হবেই বড়!
যে আকাশে হাজার হাজার ঘুড়ি উড়ে যায়,
যে আকাশে কাগুজে যত স্বপ্ন পাখিরা
রঙ-বেরঙ এর ডানা নাচিয়ে
ঠুন্কো কাঠিতে ভরটা দিয়ে
অনেক অনেক অনেক উঁচুতে
অনিশ্চিতে ঘুরে বেড়ায়...
সে আকাশ তো আমার চেয়ে বড়ই হবে!
আমার আকাশটা তার থেকে তো ছোটই হবে!
আমার আকাশে তো ঘুড়ি ওড়েনা,
তারা দেখায়না ঠুনকো কাঠির ঠুকনো স্বপ্ন-
দেখায়না তো রঙ-বেরঙ এর অনিশ্চিতের কবিতা!
তারা শুধু চায় রঙ-হীন এই জগতটাকে
বৃষ্টি ভেজা পেঁজা আকাশের সাতটা রঙে
চিরন্তনের অমিয় ধারায় রাঙ্গিয়ে দিতে!
বৃষ্টি দেখার সময় কোথায়?
সবাই তো চায় কৃত্রিম কিছু চিন্তা ভাবনা
কৃত্রিম কিছু আবেগ-বানানো মূহুর্ত, ঘুড়িতে ভরা!
রংধনুকের সাতটি রঙের সময় কোথায়?
ঘুড়িতে মাখানো কৃত্রিম রঙ, যথেষ্ট না?
ঘুড়ি, তুমি যে আকাশে ওড়,
সে আকাশ তো আমার চেয়ে হবেই বড়!
Comments
Post a Comment