নস্টালজিয়া
বৃষ্টিস্নাত কোনও পড়ন্ত বিকেলে হয়তো-
চিরচেনা কোনও দরজা খোলা রেখে,
পিছুটান কিছু পিছনে ফেলে এসে,
তুচ্ছ করে বাড়িয়ে দেয়া প্রিয় কারও হাত,
সাথে বহুদিন পথের সঙ্গী বাটা,
স্বপ্নের খোঁজে পা বাড়িয়েছি অনন্ত...
আসবোনা ফিরে আর কোনওদিন হয়তো-
দেখা হবেনা প্রিয় কিছু মুখ,
এতকাল ধরে পার করে আসা কিছু কিছু সুখ,
কান্না-হাসির রোমাঞ্চ ভরা মুহূর্তে,
ঝাপসা চোখে ফেলে আসা কিছু সত্যে,
অজানা পথে হেঁটে চলবো শুধুই অবিরত...
দেখা তবু হবে অনেক পরে হয়তো-
থাকবেনা কেউ চিনিয়ে হয়তো নেবার,
শহর জুড়ে শুধু সুপ্রাচীন ব্যস্ততা,
ধ্বসে যাওয়া কিছু সত্তা বন্দী,
ঘটে যাওয়া কত গল্প-কাহিনী,
তবু আমি আছি তোমাদের সাথে চিরন্ত...
চিরচেনা কোনও দরজা খোলা রেখে,
পিছুটান কিছু পিছনে ফেলে এসে,
তুচ্ছ করে বাড়িয়ে দেয়া প্রিয় কারও হাত,
সাথে বহুদিন পথের সঙ্গী বাটা,
স্বপ্নের খোঁজে পা বাড়িয়েছি অনন্ত...
আসবোনা ফিরে আর কোনওদিন হয়তো-
দেখা হবেনা প্রিয় কিছু মুখ,
এতকাল ধরে পার করে আসা কিছু কিছু সুখ,
কান্না-হাসির রোমাঞ্চ ভরা মুহূর্তে,
ঝাপসা চোখে ফেলে আসা কিছু সত্যে,
অজানা পথে হেঁটে চলবো শুধুই অবিরত...
দেখা তবু হবে অনেক পরে হয়তো-
থাকবেনা কেউ চিনিয়ে হয়তো নেবার,
শহর জুড়ে শুধু সুপ্রাচীন ব্যস্ততা,
ধ্বসে যাওয়া কিছু সত্তা বন্দী,
ঘটে যাওয়া কত গল্প-কাহিনী,
তবু আমি আছি তোমাদের সাথে চিরন্ত...
উৎসর্গঃ আমার পুরো পরিবার।
Comments
Post a Comment